নির্বাচনে জেতার গ্যারান্টি দেওয়া তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫০ এএম, ৩১শে মার্চ ২০২৩

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এ রকম তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি।
বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিকে পার্টিযান করে ফেলেছে বিএনপি। সেটা ২০০১ সালের নির্বাচনে। সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গভবনে শপথ নিতে না নিতেই কি হলো, ১৩ জন সচিব বাদ!’
আমরা অনেকের চেয়ে ভালো আছি দাবি করে তিনি বলেন, দ্রব্যের দাম বাড়লেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
অন্য দেশে এক রাতের ব্যবধানে দেড়শ টাকার মুরগি আড়াইশ’ টাকা হয় কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ রকম হয়, ইংল্যান্ডেও হয়েছে। এ অনিয়মগুলোর মধ্যে নিয়মও হচ্ছে। অভিযান তো চালাতে হবে। রমজান এলে এ সময়টাতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে।
তিনি আরো বলেন, বাংলাদেশে প্রোগ্রেস থেমে থাকলে বিশ্বের বড় বড় দেশের নেতারা বাংলাদেশে প্রশংসা করে কেন? এগুলো কি অমূলক? হাওয়া থেকে করে তারা? আমি একটা কথাই বলব আমরা অনেকের চেয়ে ভালো আছি।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়েই মহানবীর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

জনগণ আর কোনো চাঁদাবাজ-ফ্যাসিবাদকে চায় না: ডা. তাহের

রাজবাড়ীর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি
