ধারাভাষ্যকার তামিম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ধারাভাষ্যকার তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সবচেয়ে তারকাবহুল দলে খেলেছেন তামিম ইকবাল। দেশের সেরা খেলোয়াড়দের তিন সেরা মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মিনিস্টার ঢাকায় খেলেছেন তামিম। সঙ্গে ছিলে আন্দ্রে রাসেল, কায়েস আহমেদদের মতো তারকারা।

এত তারকা নিয়েও শেষ পর্যন্ত লিগ পর্বেই থেমে যেতে হয় মিনিস্টার ঢাকার। তাই আপাতত বিপিএল পাঠ শেষ তামিমের। তবে মাঠে না খেললেও তামিম হাজির হয়েছেন ধারাভাষয়কারের ভূমিকায়।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চলছে এলিমিটেরের গুরুত্বপূর্ণ ম্যাচ। বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ইনিংসের খেলা শেষ হবার পর খুলনা টাইগার্সের ব্যাটিংয়ের সময় টিভি স্ক্রিণে ভেসে ধারাভাষ্যকারের মাইক হাতে তামিম ইকবালের ছবি। এবারই প্রথম ধারাভাষ্যকারের ভূমিকায় তামিম ইকবাল।

ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত তামিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খেলা থেকে দূরে থাকা কঠিন। বিপিএলে ধারাভাষ্যকক্ষের অভিজ্ঞতা।’

এসএ/