আমি ঠিকমতো হাঁটতে পারি না: ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো হাঁটতে পারেন না তিনি।
গত বছরের নভেম্বরে র্যালি নিয়ে ইসলামাবাদ যাওয়ার সময় ইমরানকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আততায়ীর ছোঁড়া চারটি গুলি তার পায়ে লাগে। এতে তার পায়ের নার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
হামলা ও এর পরবর্তী প্রভাব নিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, ‘গুলির ক্ষতের চেয়ে গুলির কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাবে আমার আরও বেশি সমস্যা হয়েছে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারি না। ডান পায়ে এখনো আমার পুরোপুরি অনুভব নেই। এটি দীর্ঘস্থায়ী প্রভাব, ডাক্তাররা বলেছেন এটি সময় গড়ানোর সঙ্গে সেরে যাবে, চলে যাবে।’
তবে সাবেক পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিজে পুরোপুরি হাঁটতে না পারলেও পাঞ্জাবে হতে যাওয়া নির্বাচন নিয়ে নিজ দল তেহরিক-ই ইনসাফের কর্মীদের ব্যস্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।