সুদানে সোনার খনি ধসে ১৪ জনের প্রাণহানি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৩


সুদানে সোনার খনি ধসে ১৪ জনের প্রাণহানি
সোনার খনি

সুদানে একটি সোনার খনি ধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে  আহত আরও ২০ জন।


শুক্রবার (৩১ মার্চ) দেশটিরউত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, জেবল আল-আহমার নামে ওই সোনার খনি ধসে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।


এদিকে, বার্তা সংস্থা এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।


সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। কিন্তু নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় সেখানে প্রায় খনি ধসের ঘটনা ঘটে।