ইরান সীমান্তে হামলায় প্রাণ গেল পাকিস্তানের ৪ সেনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৩
ইরানের সীমান্ত থেকে ‘জঙ্গি দলের’ হামলায় ৪ পাকিস্তানি সীমান্তরক্ষী মারা গেছেন।
শনিবার (১ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে। যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশে বালুচিস্তানে কেচ জেলায় ওই হামলায় ঘটনা ঘটে বলে জানায় এপি। পাকিস্তানের আফগানিস্তান এবং ইরানের সঙ্গে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত এটি।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।
সেনাবাহিনী থেকে নিহত ৪ সেনাসদস্যের নাম-পরিচয় এবং ছবি প্রকাশ করা হয়েছে। তাদের একজন ল্যান্স-করপোরাল, একজন করপোরাল এবং দুইজন চুক্তিভিত্তিক রক্ষী।