Logo

শিবচরের পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৩, ১৩:০১
25Shares
শিবচরের পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক
ছবি: সংগৃহীত

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে সোমবার অভিযান চালায় নৌপুলিশ।

বিজ্ঞাপন

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে অভিযান পরিচালনা করেছে চরজানাজাত নৌপুলিশ। এসময় নদীতে জাটকা শিকারে থাকা অবস্থায় ৪ জেলেকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ কেজি পরিমাণ জাটকা। 

সোমবার(৩ এপ্রিল) দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করে নৌপুলিশ।

বিজ্ঞাপন

নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে সোমবার অভিযান চালায় নৌপুলিশ। চর জানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন,'মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকার মো.হাসেম(৪০), শিবচর উপজেলার নুর উদ্দিন সরদার কান্দি এলাকার জুয়েল করাল(৩৫), আসলাম বেপারী(৪৫) এবং ফরিদপুরের সদরপুর এলাকার ইস্কান্দার বেপারী(৪০)। 

উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন,'৪ জেলে আটকের সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ত্রিশ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।'

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD