শিবচরের পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০১ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


শিবচরের পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক
আটককৃত ৪ জেলে

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে অভিযান পরিচালনা করেছে চরজানাজাত নৌপুলিশ। এসময় নদীতে জাটকা শিকারে থাকা অবস্থায় ৪ জেলেকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ কেজি পরিমাণ জাটকা। 


সোমবার(৩ এপ্রিল) দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করে নৌপুলিশ।


নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে সোমবার অভিযান চালায় নৌপুলিশ। চর জানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়।


আটককৃতরা হলেন,'মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকার মো.হাসেম(৪০), শিবচর উপজেলার নুর উদ্দিন সরদার কান্দি এলাকার জুয়েল করাল(৩৫), আসলাম বেপারী(৪৫) এবং ফরিদপুরের সদরপুর এলাকার ইস্কান্দার বেপারী(৪০)। 


উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন,'৪ জেলে আটকের সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ত্রিশ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।'