রাহুল গান্ধীর সাজা স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৩৭ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানির মন্তব্যের মামলায় ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে ১৩ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন গুজরাটের আদালত। একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেছেন।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন। এ মামলার আগামী শুনানির দিন ১৩ এপ্রিল ধার্য করেছেন আদালত।
তবে ওই দিন রাহুলকে সশরীরে আদালতে উপস্থিত না হলেও চলবে। এ ছাড়া কারাদণ্ডাদেশের বিরুদ্ধে রাহুলের আবেদনের পরবর্তী শুনানি ৩ মে অনুষ্ঠিত হবে।
দশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, রাহুল কারাদণ্ডাদেশ বাতিলের আবেদন করলে আদালত বিজেপির সংসদ সদস্য পুর্নেশ মোদিকে আগামী ১০ এপ্রিলের মধ্যে তার বক্তব্য নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। পুর্নেশ মোদিই ২০১৯ সালে রাহুলের বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন।