ঈদের চাঁদ কবে উঠবে, জানালেন জ্যোতির্বিদরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩
ইদুল ফিতরের ১৭ দিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ কবে ওঠবে। শুধু দিন নয়- কখন, কোন সময়ের কত মিনিটে চাঁদ ওঠবে সেটিও জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সংবাদ সংস্থা আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছেন, আমিরাত এস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর ইব্রাহিম আল-জারওয়ান চাঁদ ওঠার ব্যাপারে বলেছেন, ‘রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে। অপরদিকে শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে ওই একই দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে। ওইদিন সূর্য অস্ত যাওয়ার ২২ মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে।
তথ্য অনুযায়ী, আগামী ২১ এপ্রিল আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
যদি আরব আমিরাত সরকার ওইদিন চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়, তাহলে দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন।