সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায়, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩
সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সোমবার (৩ এপ্রিল) রাতে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কসহ দক্ষিণের কিছু এলাকায় আঘাত হানে।
সামরিক সূত্রটি জানায়, দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারপরেও দু’জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
এর আগে গত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার টানা তিনদিন ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হয়েছেন। এসব হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান।