গ্রেফতারের পর মুক্ত ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালতে যাওয়ার পর তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
কিছুক্ষণ পর তাকে বিচারকের সামনে হাজির করা হয়। আদালতে প্রবেশের আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
মঙ্গলবার (৪ এপ্রিল) প্রায় এক ঘণ্টা পর আদালত ত্যাগ করেন তিনি। এর আগে আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাব প্রমাণ হয়নি। সবগুলো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।
মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগ শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যে এ সম্পর্কে সাংবাদিকদের জানাবেন।