জরিমানা দিতে হচ্ছে সেই পর্ণ স্টারের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


জরিমানা দিতে হচ্ছে সেই পর্ণ স্টারের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

ভুয়া মানহানির মামলা দায়ের করায় আইনজীবীর খরচ বাবদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২২ হাজার ডলার জরিমানা দেবেন পর্ণ স্টার স্টর্মি ড্যানিয়েলস। এমনটাই আদেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত।


মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কে ট্রাম্পকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর আদালত এই রায় দেন।


ওই মামলায় এই পর্ণ স্টার অভিযোগ করেছিলেন যে, এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছে যাতে ট্রাম্পকে তিনি ‘ছেড়ে যান’। ড্যানিয়েলস এমনটি এটি মিথ্যা গল্প ফেঁদ বলে ট্রাম্প অভিযোগ করলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ড্যানিয়েলস। কিন্তু মামলাটি ব্যর্থ হয়।


তবে পরবর্তীতে ড্যানিয়েলস বলেন, আইনজীবী মাইকেল অ্যাভেনাটি তার অনুমতি ছাড়াই ওই মামলা দায়ের করেছিলেন। অ্যাভেনাটি বর্তমানে তার ক্লায়েন্টদের সঙ্গে প্রতারণার দায়ে কারাগারে আছেন।