ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে ৪৪০ অভিবাসী উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩
বিপদ সংকেতে সাড়া দিয়ে উদ্ধারকারী একটি জাহাজ ১১ ঘণ্টা অভিযানের পরে মাল্টার একটি নৌকা থেকে ৪৪০ জন অধিবাসীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) একটি টুইটারে এক বার্তায় এ তথ্য জানায় দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস।
সংস্থাটি টুইটারে লিখেছেন, বৈরী আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে আশ্রয় স্থলের দিকে যাওয়ার সময় তাদের উদ্ধারকারী জাহাজ জিও বারেন্টস ওই বিপদ সংকেত পেয়েছিল।
আরও বলছে, ১১ ঘণ্টারও বেশি অভিযানের পরে উদ্ধারকাজ এখন শেষ হয়েছে। ৮ জন মহিলা এবং ৩০ জন শিশু সহ মোট ৪৪০ জন এখন নিরাপদে জিওব্যারেন্টসে রয়েছে এবং উদ্ধারকারী টিম তাদের সেবা প্রদান করছে।