নির্বাচনে প্রার্থিতা ঠেকাতেই এই মামলা: ট্রাম্প


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


নির্বাচনে প্রার্থিতা ঠেকাতেই এই মামলা: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে ক্ষমতাসীন ডেমোক্রেটরা এই মামলা করেছেন বলে অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে ফ্লোরিডা ফিরে তার সমর্থকদের উদ্দেশ্যে এ কথা জানান তিনি। জানান, দেশের স্বার্থে তিনি সব সময় সরব থাকবেন। 


সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ফ্লোরিডা থেকে নিউইয়র্ক সিটিতে এসে শুনানিতে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনানি শেষে আদালত চত্তর ছেড়ে তিনি আবারও ফ্লোরিডায় ফিরে যান।


পরে, মার-এ-লাগোর বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে চায় ক্ষমতাসীন ডেমোক্রেটরা। তাই ভয় পেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। 


তার বিরুদ্ধে এ ফৌজদারী অভিযোগ দেশকে অপমান করার শামিল বলে মন্তব্য করেন ট্রাম্প।


এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২২ হাজার ডলার জরিমানা দেবেন পর্ণ স্টার স্টর্মি ড্যানিয়েলস। এমনটাই আদেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত। মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে আইনজীবীর খরচ বাবদ এ অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।