শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৪৯ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে ফিলিপাইনের পূর্ব উপকূলে। এতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ ভূমিকম্প হয় বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, লুজোনের প্রধান দ্বীপের কাতান্ডুয়ানেস দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার রাত ৯ টার দিকে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) ক্ষতিগ্রস্ত প্রদেশের উপকূলরেখার কাছাকাছি যারা বসবাস করে তাদের আরও ভিতরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ মিটারের কম উঁচু ঢেউ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
জেবি/এসবি