ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম ইতিহাসে সর্বনিম্ন


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৭ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম ইতিহাসে সর্বনিম্ন
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর সর্বকালের সর্বনিম্ন হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, এদিন পাকিস্তানের আন্তঃব্যাংকে রুপির দাম কমেছে শূন্য দশমিক ৯৬ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ২৮৮ দশমিক ২৫ রুপি। সর্বকালে যা সবচেয়ে বেশি।


এর আগে গতকালও রুপির দরপতন ঘটে। কার্যদিবস শেষে ১০০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি পাওয়ায় স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মুদ্রানীতি কমিটি। দেশটির ইতিহাসে যা সর্বোচ্চ। 


এসবিপির মুদ্রানীতি কমিটি মনে করছে, মধ্য-মেয়াদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে এ সুদহার বৃদ্ধি সহায়ক হবে। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ঝুঁকি সৃষ্টি করেছে।


এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের মহাসচিব জাফর পারাছা জানান, ডলারের বিপরীতে রুপির অবমূল্যায়নের নানা কারণ আছে। এর মধ্যে প্রধান হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাকি অর্থ না পাওয়া। আমরা এখন ইতিবাচক কিছু দেখছি না।