বালতি দিয়ে মাথা ঢেকে আদালতে হাজির ইমরান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


বালতি দিয়ে মাথা ঢেকে আদালতে হাজির ইমরান
ছবি: সংগৃহীত

দেখতে খানিকটা অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য আদালতে উপস্থিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 


গতকাল বুধবার এই বিশেষ হেলমেট পরে সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি।


পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। 


ভিডিওটিতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। 


ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর।