উড়োজাহাজে পাইলটের সিটের নিচে গোখরা সাপ, অতঃপত...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫১ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩
দক্ষিণ আফ্রিকার পাইলট রুডলফ ইরাসমুস। ৪ জন আরোহীকে নিয়ে একটি উড়োজাহাজে ব্লুমফন্টেইন থেকে প্রিটোরিয়ায় যাচ্ছিলেন তিনি।
মাটি থেকে ১১ হাজার ফুট উচ্চতায় বসে ককপিটে একজন অতিরিক্ত আরোহীকে দেখতে পান তিনি। পরে তড়িঘড়ি করে উড়োজাহাজের জরুরি অবতরণ করাতে বাধ্য হন তিনি।
সেই আরহী মনুষ নয়, ছিল একটি বিষাক্ত গোখরা সাপ। কেপ কোবরা প্রজাতির এই সাপের কামড় মাত্র ৩০ মিনিটে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে পারে। স্বাভাবিকভাবেই সাপটি দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন ইরাসমুস। তবে মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন তিনি।
ইরাসমুসের সাহসিকতার জন্য তাকে একজন নায়ক হিসেবে অভিহিত করলেও সেটিকে অতিরঞ্জন বলছেন তিনি। ওই মুহূর্তে শান্ত থাকার জন্য যাত্রীদের প্রশংসাও করেন তিনি।