গাঁজার চাষ বৈধ হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ৮ই এপ্রিল ২০২৩
উত্তরাখণ্ডের পর ভারতের আরেক প্রদেশেও বৈধতা পেতে পারে গাঁজার চাষ। তেমনই ইঙ্গিত এসেছে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর কাছ থেকে।
গাঁজা চাষের বৈধতার আইনি দিকগুলি খতিয়ে দেখার জন্য শুক্রবার পাঁচ সদস্যের কমিটি গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুখু জানিয়েছেন, শাসকদল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপিসহ সব দলের বিধায়কেরা ওই কমিটিতে থাকবেন। সব কিছু ঠিক থাকলে গাঁজার চাষে বৈধতা দেওয়ার কথা ভাবছেন তারা।
হিমাচলে দীর্ঘ দিন ধরেই গাঁজা চাষকে আইনি বৈধতা দেওয়ার দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক নেতাদের বড় অংশের মতে, আইনি বৈধতা না থাকায় বাড়ছে ড্রাগ মাফিয়াদের দাপট। আইনসম্মত ভাবে চাষ করা হলে ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা যাবে।
২০১৫ সালের নভেম্বরে উত্তরাখণ্ডে গাঁজার চাষে শর্তসাপেক্ষ সম্মতি দিয়েছিল সে রাজ্যের সরকার। এলাকার ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই আইন করা হয়েছিল। ভারতীয় সংস্কৃতিতে ধর্মীয় কারণে পুজার উপচার হিসাবে গাঁজার ব্যবহারের প্রচলন আছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ ও ইউরোপের বিভিন্ন দেশেও শর্তসাপেক্ষে গাঁজা চাষের বৈধতা রয়েছে।
সূত্র: দ্য ওয়াল