ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ৮ই এপ্রিল ২০২৩
ভারতে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ, করোনা আতঙ্কে নতুন করে ভুগতে শুরু করেছেন ভারতবাসীরা। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে ৫ হাজার ৩০০ থেকে ৬ হাজার ছাড়িয়ে গেল।
শুক্রবার (৭ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩০০, আর সক্রিয় আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে। একদিনের মধ্যেই সেটা বাড়ল অনেকটা। মহারাষ্ট্র, দিল্লিতে করোনা বাড়ছে হু হু করে। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত ৮০০ ছাড়িয়েছে, দিল্লিতে ৬০০ টপকে গিয়েছে।
দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩০৩। সক্রিয় আক্রান্তের সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে ভারতে এখন করোনা ভাইরাস ঠিক কতটা উদ্বেগের জায়গায় আছে। গত দু সপ্তাহে দেশজুড়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনার দাপট।