রাজনীতিকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


রাজনীতিকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
জেসিন্ডা আরডার্ন

রাজনীতিকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেইসঙ্গে নেতৃত্বের ভূমিকার পথে মাতৃত্বকে বাধা হিসেবে না দেখার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


ওয়েলিংটনে বুধবার (৫ এপ্রিল) পার্লামেন্টে সমাপনী ভাষণে এ কথা জানান তিনি। জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমি জেনেছি যে আমিই হতে পারতাম সেরা মা। আপনি সেই ব্যক্তি হতে পারেন এবং পার্লামেন্টে আসতে পারেন।’


এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জেসিন্ডা। ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দেন তিনি। জেসিন্ডা দ্বিতীয় কোনো বিশ্বনেতা, যিনি দায়িত্বরত অবস্থায় মা হন।


৪২ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ছাড়াও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন।