শিবচরে সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩
মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(১০ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা! উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে শিশুটি ঘরের সিঁড়িয়ে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্মরত ডাক্তারের পরামর্শক্রমে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এদিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রোগী ভর্তির কোন রেকর্ড নেই বলে শিবচর হাসপাতাল সূত্রে জানা গেছে। যা দুঃখজনক!
শিশুটির বাবা রাকিব খান বলেন,'ঘরের দুয়ারে সিড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেলো না!' আজ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রোগীর চিকিৎসা পাওয়া যেত তাহলে হয়তো আমার মেয়েটি বেঁচে যেতে পারতো!
আরএক্স/