ডেইরি ফার্মে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।
বিবিসি জানিয়েছে, অঙ্গরাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফোর্ক ডেইরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ও ধোঁয়ার কারণে কতটি গরু মারা গেছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয় সরকারি অফিস বলেছে, আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
শেরিফ সাল রিভেরা স্থানীয় সংবাদমাধ্যম কেএফডিএকে বলেছেন, এখনো কিছু গবাদিপশু আহত অবস্থায় বেঁচে আছে। তাদের উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণের ব্যাপারে তিনি বলেন, সম্ভবত খামারের ভেতরের একটি যন্ত্র উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং সেটি মিথেন গ্যাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে।