ভারতে গিরিখাতে বাস পড়ে প্রাণ গেল ১২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩


ভারতে গিরিখাতে বাস পড়ে প্রাণ গেল ১২ জনের
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কের একটি গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১২ জন মারা গেছে। এতে আহত হয়েছেন আরও ২৭ জন।


শনিবার (১৫ এপ্রিল) ভোরে শিংরোবা মন্দিরের কাছে গিরিখাতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।


দেশটির পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, একটি গানের দলের সদস্যদের নিয়ে বাসটি পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে ভোর ৪টা ৫০ মিনিটি নাগাদ মহাসড়কের শিংরোবা মন্দিরের কাছে গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনাটি খোপোলি থানার আওতাধীন এলাকায় ঘটেছে।


তিনি বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।


রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ গর্গে জানান, আহতদের উদ্ধারের পর খোপোলির গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন রায়গড়ের অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে।