দুবাইয়ের ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৬ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে।
দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন।
নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র জানান, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।