প্রচণ্ড তাপে পুড়ছে দিল্লি-লাহোর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


প্রচণ্ড তাপে পুড়ছে দিল্লি-লাহোর
ছবি: দ্য ওয়াল

গত কয়েকদিন থেকে ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। এদিকে প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়া দিল্লি ও পাকিস্তানের লাহোর।


রবিবার (১৬ এপ্রিল) নয়া দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। অপরদিকে লাহোরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা পুড়ছে রাজধানী ঢাকা এবং ভারতের নয়া দিল্লি।


মঙ্গলবার দিল্লিতে হতে পারে বৃষ্টি


ভারতের রাজধানী নয়া দিল্লিতে আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া অফিস।


দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রাতে হালকা ও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপরের দিন বজ্রসহ হালকা বৃষ্টি হবে। ২০ এপ্রিলও এই ধারা অব্যাহত থাকবে।


সূত্র: বিবিসি ওয়েদার আপডেট, ওয়েদারডটকম