অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতর শনিবার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০২ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩


অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতর শনিবার
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, আগামী ২২ এপ্রিল (শনিবার) অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।


এক বিবৃতিতে ফতোয়া কাউন্সিল জানিয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল গণনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, ‘জ্যোতির্বিদদের গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে না।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও আরও অনুসন্ধানের পর নিশ্চিত হওয়া গেছে, সিডনিতে ২০ এপ্রিল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান সময় দুপুর ২টা ১২ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই একই দিন সূর্য অস্ত যাবে বিকাল ৫টা ২৭ মিনিটে। ওই একই দিন নতুন চাঁদ ৫টা ২৭ মিনিটে দিগন্ত থেকে অস্ত যাবে।’


সূত্র: খালিজ টাইমস