সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫২ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ পাকিস্তানি ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি ওই নাগরিকরা ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ পাকিস্তানি নাগরিকও রয়েছেন।
নিহতরা পাকিস্তানের নানকানা সাহেব শহরের পার্শ্ববর্তী ইসলামনগর ও চক-১৮ গ্রামের বাসিন্দা। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করছিলেন।