ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত থাইল্যান্ড, হাসপাতালে লাখ লাখ মানুষ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩


ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত থাইল্যান্ড, হাসপাতালে লাখ লাখ মানুষ
ছবি: এএফপি

চলতি বছরের শুরু থেকে ভয়াবহ বায়ুদূষণে নাকাল হচ্ছেন দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটিতে দূষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দুষণজনিত অসুখ ও শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ।


তার মধ্যে চলতি সপ্তাহেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৪৬৫ জন। থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের স্থায়ী সচিব ডা. ওপাস কর্নকাওইনপন বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বায়ুদূষণের কারণে গত কয়েক মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় সবার মধ্যেই শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চর্মরোগ, চোখে জ্বালাপোড়া, গলা ব্যাথা— প্রভৃতি শারীরিক সমস্যা দেখা গেছে বলে জানিয়েছেন ডা. ওপাস কনকাওইনপন।


বায়ুদূষণ থেকে স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে জনগণকে হাই কোয়ালিটি এন ৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা। এছাড়া ঘরের দরকা জানালা বন্ধ রাখার পাশপাশি বাড়ির বাইরে যথাসম্ভবক কম সময় কাটানোরও আহ্বান জানিয়েছেন।


দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এই বায়ুদূষণ ও তার ফলে লোকজনের অসুস্থতার চিত্র পাওয়া গেছে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আজকের দিন খুব ধোঁয়াাটে। আমার খুব কাশি হচ্ছে।’


থাইল্যান্ডের পরিবেশবিদদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে দাবানল এবং কৃষকদের খড় পোড়ানোর কারণে বায়ুদূষণ দীর্ঘস্থায়ী হচ্ছে।


৭ কোটিরও বেশি মানুষ অধুষিত থাইল্যান্ডে আগামী ১৪ মে জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে যে বায়ুদূষণ গুরুত্বপূর্ণ এখটি ইস্যু হয়ে উঠবে, তার আভাস এখনই পাওয়া যাচ্ছে।