সৌদিসহ ১৫ দেশে ঈদুল ফিতর উদযাপন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩


সৌদিসহ ১৫ দেশে ঈদুল ফিতর উদযাপন
ছবি: সংগৃহীত

বিশ্বের ১৫টি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে শনিবার ঈদ উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।


বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। এরপর একে একে এই তালিকায় যোগ হয় কাতারসহ বাকি দেশ।


যেসব দেশে আজ ঈদ পালিত হচ্ছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিসিয়া ও সুদান।


বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


তবে, সৌদির সাথে মিল রেখে দেশের কিছু স্থানে আজ ঈদ পালিত হচ্ছে। এরমধ্যে চাঁদপুরের ৪০ গ্রামের পাশাপাশি শেরপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালীর রাঙ্গাবালি, জামালপুরের কিছু জায়গায় ঈদ উদযাপন হচ্ছে।