সেরা অভিনেতা সিয়াম অভিনেত্রী দীপান্বিতা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
২০২০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। এ বছর বিশ্বসুন্দরী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিয়াম আহমেদ ও সরকারি অনুদানের সিনেমা গোর-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপান্বিতা মার্টিন।
বাংলা
ও ইংরেজি ভাষায় নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গাজী রাকায়েতের পরিচালিত‘গোর’
(দ্য গ্রেভ)। দেশ বিদেশে আলোচিত এই সিনেমাটি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে।
এই সিনেমাতে অভিনয়ের জন্যই পুরস্কৃত হচ্ছেন দীপান্বিতা।
‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম
কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল বছরের মে
মাসে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত।
প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।
দীপান্বিতা
মার্টিন ছাড়াও একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী
রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ,
আশিউল ইসলাম, সুষমা সরকার, শামীমা তুষ্টি প্রমুখ।
অন্যদিকে
চয়নিকা চৌধুরীর পরিচালনায় ২০২০ সালের আরেক আলোচিত ছবি ‘বিশ্বসুন্দরী’র
জন্য পুরস্কৃত হচ্ছেন সিয়াম আহমেদ। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি।
ওআ/