জনসংখ্যায় চীনকে এ সপ্তাহেই ছাড়িয়ে যাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩
এই সপ্তাহে জনসংখ্যায় চীনকে টপকে দিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসংঘ এমন তথ্য জানায়।
জাতিসংঘরের তথ্যমতে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছবে। অবশ্য এর আগেই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) এক বিবৃতিতে জানিয়েছিল, চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারাতে যাচ্ছে। এ বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত।
গেল সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানায়, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।
গত কয়েক বছর ধরে চীনে জন্মহার উল্লেখযোগ্য হারে কমেছে। ১৯৬১ সালের পর প্রথমবারের মত গত বছর দেশটির জনসংখ্যা আগের চেয়ে কমেছে। এই শতকের শেষ হওয়ার আগে চীনের জনসংখ্যা কমে ১০০ কোটির নিচে নামতে পরে।