তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩


তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে এবার চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য। তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার বিষয়ে বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাজ্য।


মঙ্গলবার (২৫ এপ্রিল)  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।


এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, সার্বভৌমত্বের যেসব দাবি সেগুলোতে শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় লন্ডন।

জেমস ক্লেভারলি বলেন, তাইওয়ান প্রণালীতে যে কোনো ধরনের সংঘাত বিশ্বের সাপ্লাই চেইনে বিশেষ করে উন্নত সেমি-কন্ডাক্টরগুলোর ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।


তিনি বলেন, ওই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত-যুদ্ধ শুধু মানবিক বিপর্যয় ডেকে আনবে না বরং তা ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের বিশ্ব বাণিজ্যকে ধ্বংস করবে। এর ফলে যে প্রতিক্রিয়া তৈরি হবে কোনো দেশই নিজেকে সেটা থেকে রক্ষা করতে পারবে না।


স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে থাকে চীন। প্রয়োজনে বলপ্রয়োগ করে ওই অঞ্চল দখল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে আসছে তারা। চলতি মাসের শুরুর দিকে চীনা বাহিনী তাইওয়ানের জলসীমায় সামরিক মহড়া চালিয়েছে। তবে তাইওয়ান চীনের এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে।


অন্যদিকে, তাইওয়ানিজ নেতাদের সঙ্গে বিদেশি শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বৈঠকের তীব্র নিন্দা ও বিরোধিতা করে আসছে বেইজিং।