ভারতে মাওবাদী হামলা, ১০ পুলিশসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২০ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় গাড়িচালক ও ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ঘটনাটি ঘটে। রাজ্যটি মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।
ছত্তিশগড়ে মাওপন্থীদের রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) নামে একটি বিশেষ পুলিশ বাহিনী রয়েছে। নিহত পুলিশ সদস্যরা সবাই ওই বাহিনীর সদস্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি বলছে, বুধবার ভোরের দিকে বাস্তার জেলার দান্তেওয়াদার একটি প্রত্যন্ত এলাকায় মাওপন্থী দমন ‘অপারেশনে’ গিয়েছিল ডিআরজির একটি ইউনিট। সেখান থেকে ফেরার পথে এই বোমা হামলা ঘটে।
বোমা হামলায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, এই ঘটনা হৃদয়বিদারক। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।