গরু চুরির অভিযোগে অনুব্রত মণ্ডলের মেয়ে গ্রেফতার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩


গরু চুরির অভিযোগে অনুব্রত মণ্ডলের মেয়ে গ্রেফতার
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। 


বুধবার (২৬ এপ্রিল) দিল্লি থেকে তাকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


এর আগে গরু পাচার মামলায় জড়িত থাকার অপরাধে গত আগস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এখন তিনি রয়েছেন দিল্লির তিহার কারাগারে।


ইডি বার্তা সংস্থাকে জানায়, গরু পাচার মামলার প্রচুর অর্থ সুকন্যা মণ্ডলের ব্যাংক হিসাবে চলে গেছে। তাই ইডি তদন্ত করে জানতে পারে, গরু পাচার মামলার বিরাট একটা অংশ সুকন্যার কাছে রয়েছে। এই টাকা দিয়ে তিনি সম্পত্তি কিনেছেন, প্রচুর টাকা ব্যাংকে রেখেছেন। তাই ইডি সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুকন্যাকে তিনবার তলব করলেও তিনি বিভিন্ন অজুহাতে হাজিরা এড়ান। 


এরপরই গতকাল দুপুরে সুকন্যা হাজির হন দিল্লির ইডি দপ্তরে। ইডি জানতে চায়, তিনি একজন স্কুলের শিক্ষিকা হিসেবে এতো সম্পত্তির মালিক হলেন কীভাবে? এসব প্রশ্ন এড়াতে চাইলে ইডি তার ওপর চাপ দিলে সুকন্যা জানিয়ে দেন, তার বাবার হিসাবরক্ষক মণীশ কোঠারি সব বিষয় বলতে পারবেন।