শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে দেশটির পশ্চিমাঞ্চলে দুই দফায় ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯। খবর টাইমস অব ইন্ডিয়ার।


বৃহস্পতিবার রাতে পশ্চিম নেপালে ভূমিকম্পের দুইটি ঘটনা রেকর্ড করেছে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার। তবে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার গভীর রাতে ৪.৮ এবং ৫.৯ মাত্রার দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে ঘটা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজুরার ডাহাকোটে।