পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩
ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ে তাণ্ডব চালিয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের চার জেলায় বজ্রপাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
জানা যায়, এ দিন দফায় দফায় বৃষ্টি হয় ওইসব অঞ্চলে। দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তিনজনের মৃত্যু হয়েছে হাওড়া জেলায়।
এছাড়া বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের, ২ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।