ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ৮জন নিহত হয়েছেন।
জানা যায়, রুশ হামলায় ইউক্রেনের উমান শহরেই ছয়জন নিহত হয়েছেন। সেখানে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
অপরদিকে, নিপ্রো শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়ার এই বোমা হামলায় সেখানে এক নারী ও তার তিন বছরের মেয়ে নিহত হয়েছে। ক্রেমেনচাক ও পোলতাভা শহরেও রুশ বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
রাজধানী কিয়েভের প্রশাসনিক কর্মকর্তা জানান, ৫১ দিন পর রাজধানী শহরে বোমা হামলা চালাল রাশিয়া। তবে রাজধানীতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে, ইউক্রেন ২৩টির মধ্যে ২১টি মিসাইল এবং দুটি ড্রোন হামলা ঠেকাতে পেরেছে বলে টেলিগ্রাম পোস্টে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী।