যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৫৪ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক সেনা সদস্য।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রশিক্ষণ শেষে ফেরার পথে আলাস্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফক্স নিউজ।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলেই ২ সেনা সদস্য মারা যায়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। এ ছাড়া আহত অপর সেনা সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের না জানানো পর্যন্ত নিহতদের পরিচয় গোপন রাখা হবে।
মার্কিন সেনাবাহিনীর আলাস্কার মুখপাত্র জন পেনেল জানান, বিধ্বস্ত হওয়ার সময় প্রতিটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারে ২জন করে আরোহী ছিলেন।
দুই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। পরে এ বিষয়ে তারা সংবাদধ্যমকে বিস্তারিত জানাবে।