পরীক্ষায় পাস করতে না পেরে ৯ শিক্ষার্থীর আত্মহত্যা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩


পরীক্ষায় পাস করতে না পেরে ৯ শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করছেন ৯ জন শিক্ষার্থী। এছাড়া আরও দু’জন শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টা করেছিলো বলে জানা গেছে।


শনিবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 


এনডিটিভি জানায়, পরীক্ষার ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ঘটেছে আত্মহননের এসব ঘটনা ঘটেছে।


প্রতিবেদনে বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা পরই অন্ধ্র রাজ্যের শ্রিকাকুলাম জেলায় বি তরুণ নামের এক ১৭ বছরের এক কিশোর ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। একাদশ শ্রেনী চূড়ান্ত পরীক্ষার প্রায় সবগুলো বিষয়ে সে অকৃতকার্য হয়েছিল বলে জানা গেছে।


রাজ্যের বিশাখাপত্তম জেলায় ১৬ বছরের এক কিশোরীও একই কারণে নিজ বাসভবনে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সেও একাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিল।


একই জেলায়র কাঞ্চারাপালেম এলকায় দ্বাদশ শ্রেনীর চুড়ান্ত পরীক্ষায় অকৃত কার্য হয়ে নিজ বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ১৮ বছর বয়সী এক কিশোর।


বাকি ৬ আত্মহননকারীর মধ্যে একজন বাসভবনের ছাদ থেকে লাফিয়ে, একজন হ্রদ ঝাঁপ দিয়ে, একজন বিষপান করে এবং ৩ জন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে এনডিটিভি।


সূত্র: এনডিটিভি