যুক্তরাষ্ট্রে গুলিতে প্রাণ গেল শিশুসহ ৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলির ঘটনায় ৮ বছরের শিশুসহ নিহত হয়েছেন ৫ জন।
স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) মধ্যরাতের দিতে গোলাগুলির এই ঘটনা ঘটে।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পায়।
কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানায়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ। যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন।
এবিসির খবরে বলছে, পুলিশ নিহতদের নাম-পরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হন্ডুরাস থেকে এসেছেন।
একটি বাড়িতে গোলাগুলি হয়েছে। এতে ৪ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহতদের মধ্যে ৮ বছরের একটি শিশু রয়েছে। নিহত আরও ২ নারীর সঙ্গে তাদের ২ জন সন্তানকে পাওয়া গেছে, যারা জীবিত আছে।