ভারতে ইমুসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫০ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩


ভারতে ইমুসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ
ফাইল ছবি

১৪টি মোবাইল চ্যাটিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসীরা মোবাইলে চ্যাটিং অ্যাপের দ্বারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অভিযোগে নিষিদ্ধ করা হয় অ্যাপগুলো।


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে তথ্য প্রেরণের জন্য এই অ্যাপ ব্যবহার করছিল।


নিষিদ্ধ করা ১৪টি অ্যাপ :

ইমু, মেডিয়াফায়ার, ব্রিয়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স,ক্রিপভিসার, এনিগমা, সেফসইউস, উইক্রেম, কনিয়ন, ইলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা। সোমবার (১লা মে) এনডিটিভি এই খবর জানিয়েছে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সুপারিশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেসব অ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতীয় আইন অমান্য করছিল তাদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায় গোয়েন্দা সংস্থা। পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপগুলো নিষিদ্ধ করার অনুরোধ করে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইন-২০০০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়।