ঈদ উদযাপনে হোয়াইট হাউসে ঢুকতে হলো না মুসলিম মেয়রকে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩


ঈদ উদযাপনে হোয়াইট হাউসে ঢুকতে হলো না মুসলিম মেয়রকে
মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ

পবিত্র রমজান মাসের সমাপনী ও ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউসে মুসলিম মার্কিনীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ দিন ইসলামোফোবিয়া দূর করতে তার প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। অথচ মুসলিমদের উৎসব নিয়ে আয়োজিত সেই অনুষ্ঠানেই ঢুকতে পারলেন না দেশটির এক মুসলিম মেয়র।


আল-জাজিরার খবরের বলছে, সোমবার (১ মে) হোয়াইট হাউসে আয়োজিত হয় এই ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান। অভিযোগ, সেই অনুষ্ঠানে যোগ দিতে যান মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহও। তবে প্রবেশের ঠিক আগে তাকে আটকে দেয়া হয়। এ সময় হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাকে ফোন করে প্রবেশ না করার জন্য বলা হয়।


মার্কিন গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র খায়রুল্লাহ হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পাননি। তাকে গোয়েন্দা বিভাগ থেকেই প্রবেশের অনুমোদন দেয়া হয়নি। তবে কেন তাকে আটকে দেয়া হলো তার কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।


হোয়াইট হাউসে ঢুকতে না পেরে নিউ জার্সিতে নিজ বাড়িতে ফেরার পথে টেলিফোনে এপিকে খায়রুল্লাহ বলেছেন, ‘এই ঘটনা আমাকে বিস্মিত, হতবাক এবং হতাশ করেছে।


চলতি বছরের জানুয়ারিতে পঞ্চম মেয়াদে নিউ জার্সির বরোর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল্লাহ।