Logo

শালিখায় স্মার্ট মাগুরা বিনির্মাণে কর্মশালা

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৩, ১৩:১১
18Shares
শালিখায় স্মার্ট মাগুরা বিনির্মাণে কর্মশালা
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আব্দুল কাদের বলেন, ২০৪১ সালের ভিশন কে বাস্তবায়ন করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে পাশাপাশি এনালগ পদ্ধতির সেবা বর্জন করে স্মার্ট পদ্ধতিতে সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

মাগুরার শালিখায় স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট মাগুরা বিনির্মাণে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে তাহমিনা মিতু, সহকারী কমিশনার মাগুরা জেলা প্রশাসন শেখ নওশাদ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনসহ শালিখা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় স্মার্ট মাগুরা বিনির্মাণে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, জনপ্রশাসন, স্বাস্থ্য ও কৃষি খাতে প্রযুক্তি সহ নানাবিধ বিষয়ের উপরে টপিক নির্ধারণ পূর্বক গ্রুপ ভিত্তিক কাজ দেওয়া হয়। যেখানে দেশের প্রতিটা সেক্টরকে স্মার্ট করতে প্রতিবন্ধকতা কি এবং তা থেকে উত্তরণের উপায়সহ নানাবিধ বিষয়ের উপরে প্রত্যেকে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আব্দুল কাদের বলেন, ২০৪১ সালের ভিশন কে বাস্তবায়ন করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে পাশাপাশি এনালগ পদ্ধতির সেবা বর্জন করে স্মার্ট পদ্ধতিতে সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD