বিয়ের ছবি ছিড়ে বিচ্ছেদ উদযাপন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ৩রা মে ২০২৩
বিয়ে ভাঙার পর খুব আনন্দ নিয়ে উদযাপন করেছেন এক নারী। সম্প্রতি এমনই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় শিল্পী ও ফ্যাশন ডিজাইনার শালিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি তার বিচ্ছেদের বিষয়টি ছবির মাধ্যমে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামেই প্রকাশ করেছেন।
ছবিতে দেখা গেছে, টকটকে লাল পোশাক এবং হিল পরা ছিল ওই শালিনি। ওই অবস্থায় বিয়ের একটি ছবি ছিড়ে ফেলছেন তিনি।
এছাড়া ‘ডিভোর্সড’ লেখা একটি ছবিতে তাকে প্রাণ খুলে হাসতে দেখা যায়। অনেকেই তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।
এদিকে, তাকে নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, সাহসী নারী আপনি। এই ধারা অব্যাহত থাকুক। আমরা সব সময় আপনাকে সমর্থন করি।
আরেকজন লিখেছেন, বিয়ে যদি উদযাপনের বিষয় হয়, তবে বিচ্ছেদ হবে না কেন? তবে কে কী ভাবে উদযাপন করবেন, তা ওই ব্যক্তির ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে। অন্য একজন লিখেছেন, এবার ফটোশ্যুট করার জন্যই বিচ্ছেদের মামলা না শুরু হয়। অন্য একজন লিখেছেন, আমার তো ওর স্বামীর জন্য আনন্দ হচ্ছে।