লঞ্চে আগুন; শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি প্রায় সবার শ্বাসনালিই পোড়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


লঞ্চে আগুন; শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি প্রায় সবার শ্বাসনালিই পোড়া

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় দগ্ধদের যারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তাদের বেশির ভাগ রোগীর শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসাধীন ১৭ জনের মধ্যে ৪-৫ জনের অবস্থা একটু বেশি খারাপ।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

সামন্ত লাল সেন বলেন, “শুক্রবার (২৪ ডিসেম্বর) এখানে একজন মারা গেছেন এবং ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। বেশির ভাগ রোগীর শ্বাসনালী পুড়ে গেছে।”

তিনি আরও বলেন, “৩২ জন রোগী বরিশালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪ জন আইসিইউতে রয়েছে। তাদের চিকিৎসা চলছে।”

তিনি বলেন, “পোড়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না শঙ্কামুক্ত কিনা। চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রীও খোঁজ খবর রাখছেন সার্বক্ষণিক। শুক্রবারও তিনি ফোন করে সার্বিক অবস্থা জানতে চেয়েছেন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”