শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:০৬ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩ মে) দেশটির বেশ কয়েকটি শহরে ৫ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জিও নিউজ জানিয়েছে , পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।
এর আগে মার্চ মাসে পাকিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় নয়জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১ লাখ মানুষ মারা যায়।