পুতিনকে হত্যা করতে বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:২৫ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


পুতিনকে হত্যা করতে বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে তার বাস ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।


বুধবার (৩ এপ্রিল) এমন অভিযোগ করেছে দেশটি। দেশটির সংবাদ সংস্থা রিয়া’র বরাত দিয়ে ব্লুমবার্গ ও আলজাজিরা এ তথ্য জানিয়েছে।


বার্তা সংস্থাটির প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেন ক্রেমলিনে দুটি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। এই হামলার লক্ষ্য ছিল পুতিনকে হত্যা করা। তবে ড্রোন পুতিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। পুতিন নিরাপদে আছেন ।


ক্রেমলিনের উদ্ধৃতি দিয়ে সরকারি গণমাধ্যম তাস খবর প্রকাশ করেছে, এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তবে ইউক্রেন কবে কখন এই ড্রোন হামলা চালিয়েছে খবরে সেটা প্রকাশ করা হয়নি।


সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রুশ শহরগুলোতে ড্রোনসহ বিভিন্ন ধরনের হামলা বেড়েছে। রুশ সেনারা পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছেন।


সূত্র: আল জাজিরা