ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩


ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে এক ইহুদিবাদী অভিযান পরিচালনার সময় গোলাবারুদ ছুড়লে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। 


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৪ মে) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।


ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, নাবলুসের ওল্ড সিটিতে ইসরাইলি অভিযানের সময় আহত হওয়া চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫০ জন টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টের শিকার হয়েছে।


অভিযানের নামে এই ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে। আল জাজিরা বলছে, চলতি বছরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।