Logo

আত্মসাৎ মামলায় কারাগারে মেয়র, মহাসড়ক বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
16Shares
আত্মসাৎ মামলায় কারাগারে মেয়র, মহাসড়ক বন্ধ
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউ...

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে।পরে বিচারক মো. রবিউল ইসলাম জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর রায় দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেছে মেয়রের সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দীন নেতাকর্মীদের জানান, দলীয় নির্দেশনা হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। আইনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। কেউ এর ব্যতিক্রম করলে তার জন্য আওয়ামী লীগ কোনো প্রকার সুপারিশ করবে না।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD