আত্মসাৎ মামলায় কারাগারে মেয়র, মহাসড়ক বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে।পরে বিচারক মো. রবিউল ইসলাম জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর রায় দেন।
জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেছে মেয়রের সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দীন নেতাকর্মীদের জানান, দলীয় নির্দেশনা হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। আইনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। কেউ এর ব্যতিক্রম করলে তার জন্য আওয়ামী লীগ কোনো প্রকার সুপারিশ করবে না।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইন্সটিটিউটে এনসিপি’র হেল্প ডেস্ক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

জুলাই শহীদরা জানতো না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে: ইশরাক
