থানায় আসা নারীকে দিয়ে শরীর ম্যাসাজ করাল পুলিশ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩


থানায় আসা নারীকে দিয়ে শরীর ম্যাসাজ করাল পুলিশ
ছবি: সংগৃহীত

ভারতের পাটনায় এবার থানায় আসা এক নারীকে দিয়ে শরীর ম্যাসাজ করিয়েছে এক পুলিশ কর্মকর্তা।


ভারতের পাটনার একটি থানায় পুলিশ কর্মকর্তার গা-হাত-পা টিপে দিচ্ছেন এক নারী। কোন ফাঁকে কে সেই দৃশ্য মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা।


ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তা খালি গায়ে। আর যে নারীকে দিয়ে গা-হাত-পা টেপাচ্ছেন, তিনি ওই আউটপোস্টে গিয়েছিলেন অভিযোগ জানাতে। কী জন্য নারী থানায় এসেছেন, সে সব কিছু না জেনে পুলিশ কর্মকর্তা বলেন, তিনি উর্দি খুলছেন। অনেকদিন তিনি ম্যাসাজ করাননি। আজ ম্যাসাজ না করালেই নয়। বাধ্য হয়ে নারী পুলিশ কর্মকর্তার নির্দেশ মেনে তার গা-হাত-পা টিপতে থাকেন। 


পুলিশ সুপার লিপি সিং তাকে সাসপেন্ড করে দেন। সেই সঙ্গে এও বলেন, আগামীদিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে। খবর পেলেই তিনি সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করবেন।